শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

শাকিব খানের ঢাকার আমন্ত্রণে ব্যাটিংয়ে রংপুর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলের মালিকানায় এসেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের ফ্রাঞ্চাইজি কিনেছেন তিনি। আর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে ঢাকা শাকিব খানের দল। সোমবার (৩০ ডিসেম্বর) টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। 

বেশ তারকা সমৃদ্ধ দল গড়েছে ঢাকা। লিটন দাস-মোস্তাফিজুর রহমানের মতো দেশি তারকাদের দলে ভিড়িয়েছে তারা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় তারা। 

অন্যদিকে বরাবরের মতো শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটার অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে তারা। তার সঙ্গে স্টিভেন টেইলর, কুশদীল শাহ ইফতিখার আহমেদ এই চার বিদেশিদের নিয়ে একাদশ সাজিয়েছে রংপুর।

ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, স্টিফেন এস্কিনাজি, হাবিবুর রহমান সোহান, থিসারা পেরেরা (অধিনায়ক), আমির হামজা, মোস্তাফিজুর রহমান, ফারমানুল্লাহ, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম ও আলাউদ্দিন বাবু।

রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, স্টিভেন টেইলর, খুশদীল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, রকিবুল হাসান, সাইফ হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল ইসলাম, নাহিদ রানা।   

ইত্তেফাক/জেডএইচ