শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়লো মেলবোর্ন  

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়ের দিনে স্বাগতিকদের ঘরের মাটিতে কোনো টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডও হয়েছে। স্টেডিয়ামের তথ্য অনুযায়ী গতকাল শেষ দিনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মোট দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ৭৪ হাজার ৩৬২ জন। 

এতে সব মিলিয়ে এই পাঁচ দিনের ম্যাচের দর্শক উপস্থিতির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ জন, যা সর্বোচ্চ। এর আগে একটি পুরো টেস্ট ম্যাচ জুড়ে সর্বোচ্চ দর্শক সংখ্যা ছিল ১৯৩৭ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে। সেই ম্যাচে সব মিলিয়ে সাড়ে ৩ লাখ দর্শক মাঠে এসেছিল। সেই ম্যাচটিও মেলবোর্নে হয়েছিল।

এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এমসিজিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে ৯০,২৯৩ জন দর্শক উপস্থিত হয়েছিলেন যা এখনো পর্যন্ত এই মাঠে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে আছে। এই বিশ্বকাপেই এই মাঠে ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচ দেখেছিল ৮২ হাজার ৫০৭ জন দর্শক। 

 

ইত্তেফাক/জেডএইচ