জমে উঠেছে সিডনি টেস্টে। দ্বিতীয় দিনে পতন হয়েছে ১৫ উইকেটের। নিজেদের প্রথমে ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় দিনে পেসারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে ৪ রানের লিড পায় সফরকারীরা। তবে লিড নিয়েও স্বস্তিতে নেই ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও অজি বোলারদের তোপে বিপাকে পড়ে ভারত। এরই মাঝে ঝড়ো ফিফটি করেন ঋঝভ পন্থ। তার ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত।
শনিবার (৪ জানুয়ারি) সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তবে স্টিভেন স্মিথ ও বিউ ওয়েবস্টার কিছুটা প্রতিরোধ গড়েন।
তাদের ব্যাটে ভর করে ৫১ ওভারে ১৮১ রানে অলআউট হয় অজিরা। ওয়েবস্টার ১০৫ বলে ৫৭ ও স্মিথ ৫৭ বলে ৩৩ রান করেন। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ও প্রশিদ কৃষ্ণা নেন ৩টি করে উইকেট। এছাড়া জসপ্রীত বুমরাহ নেন ২টি উইকেট।
৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন এই দুই ব্যাটার।
তবে এরপরই ধস নামে ভারতের ব্যাটিং লাইনে। ৩৬ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। রাহুল ২২, জয়সওয়াল ১৩, বিরাট কোহলি ৬ ও শুভমন গিল ১৩ রান করেন।
একপাশে উইকেট হারালেও অন্যপ্রান্তে অজি বোলারদের ওপর চড়াও হন ঋঝভ পন্থ। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার।
তবে দলীয় ১২৪ রানে ৩৩ বলে ৬১ রান করে সাজঘরে ফিরে যান পন্থ। তার বিদায়ের পর পরই আউট হন নীতিশ কুমার রেড্ডি। ২১ বলে ৪ রান করেন তিনি।
শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। ১৪৫ রানের লিড নিয়েছে তারা। রবীন্দ্র জাদেজা ৮ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার পক্ষে স্কট বোল্যান্ড নিয়েছেন ৪টি উইকেট।