শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

আবাহনীর ড্র, জয়ে ফিরল ব্রাদার্স ও কিংস

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩০

প্রিমিয়ার ফুটবল লিগে কিংসের মাঠে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারল না আবাহনী। ফর্টিস এফসির বিপক্ষে গোল শূন্য ড্র করেছে। কিংস এবং পুলিশকে হারিয়ে জয়ের ধারায় ছিল আবাহনী। বিদেশি ফুটবলারবিহীন আবাহনীর ম্যাচ জয় করা কঠিন, তারপরও আবাহনী ভালোই খেলেছে এখন পর্যন্ত। দেশি ফুটবলারদের নিয়ে কিংসের মতো শক্তিশালী দলকে হারিয়ে মহামূল্যবান ৩ পয়েন্ট পেয়েছিল। 

গতকাল ফর্টিসকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকতে পারত। কিন্তু সেটি হওয়া কঠিন হয়ে গেল। আবাহনী এবং রহমতগঞ্জের ১২ পয়েন্ট করে। আজ ওয়ান্ডারার্সের বিপক্ষে রহমতগঞ্জ জয় পেলে দ্বিতীয় স্থানেই থাকবে রহমতগঞ্জ, দূরে চলে যাবে আবাহনী।

মুন্সীগঞ্জ থেকে জয় নিয়ে ফিরেছে ব্রাদার্স ইউনিয়ন। আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ রক্ষা হয়নি। ১-১ গোলে ড্র নিয়ে মন খারাপ করে ফিরতে হয়েছিল। গতকাল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ৩-০ গোলে জয় পেয়েছে। 

গাম্বিয়ান ফুটবলার মুস্তফা, সেনেগালের ফুটবলার শিক সেনে এবং সাজ্জাদ হোসেন ম্যাচের তৃতীয় গোল করেন। প্রথমার্ধের ৩-০ স্কোর লাইনটা আর বড় হয়নি। ব্রাদার্স লিগের তৃতীয় জয় পেয়েছে। ৩ জয় ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গত মৌসুমে রেলিগেশন হওয়া ব্রাদার্স।

গতকাল তিন ম্যাচের মধ্যে সবচেয়ে বড় জয় পেয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ৫-০ গোলে হারিয়েছে পুলিশকে। ম্যাচে ৫ গোল হলেও হ্যাটট্রিকের দেখা পায়নি। ব্রাজিলিয়ান জনাথন জোড়া গোল করেছেন। ব্রাদার্সের বিপক্ষে গোল পাওয়া মজিবুর রহমান জনিও গোল পেয়েছেন। পালাক্রমে রাকিব হোসেন এবং ব্রাজিলিয়ান অধিনায়ক মিগুয়েল গোল করেছেন পুলিশের জালে। শেষ দিকে অবশ্য পুলিশের প্যারাগুয়ের ডিফেন্ডার লালকার্ড পেলে ১০ জন নিয়ে খেলেন তারা। তখনই পঞ্চম গোল করেন।

ইত্তেফাক/জেডএইচ