বিপিএল মানেই দেশের ক্রিকেটের বড় আয়োজন। বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্ট ঘিরে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে এবারের বিপিএলেও এসেছে পরিবর্তন। সেসব নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। মাঠের খেলাও চলছে সমান্তরালভাবে। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনায় তোলপাড় দুই অঙ্গন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব মাহফুজুল আলমের সঙ্গে বিসিবি সভাপতির বিতণ্ডার ঘটনায় উত্তেজনা থামছে না। এবারের বিপিএলে কয়েকটি মন্ত্রণালয়ও কাজ করছে বিসিবির সঙ্গে। সেখানে এই ঘটনা জন্ম দিয়েছে বড় বিস্ময়ের। ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবিতে চলছে এখন চাপা উত্তেজনা।
ফারুক আহমেদকে মাহফুজুল আলম বলেছিলেন, তিনি কীভাবে বিসিবি সভাপতি হয়েছেন, তা জানা আছে। এ নিয়ে বিসিবি এখনও মুখ খোলেনি। দুই পক্ষই চুপচাপ থাকলেও ভেতরে চলছে নানা কিছু। বিসিবি এই ঘটনায় কোনো ব্যবস্থা নিবে কি না, এমনটি জানতে চাওয়া হয়েছিল গতকাল। সংস্থাটির এক পরিচালক জানিয়েছেন, ব্যবস্থা নিলে তো সকলে দেখতেই পারবেন। তাতে বিসিবি কোনো পদক্ষেপ নেবে কি না, তা এখনও নিশ্চিত না। সকলে মুখে যেন কুলুপ এঁটেছেন।
এ দিকে অন্তর্বর্তীকালীন সরকারের এক কর্মকর্তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে রাজি হননি। উভয়পক্ষ থেকে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করছে। বিপিএলের খেলা চলাকালীন বিসিবি সভাপতির সঙ্গে মন্ত্রণালয়ের কারও বিতণ্ডার ঘটনা এবারই প্রথম। বিসিবি প্রাঙ্গণে এসে তাকে এক প্রকার হুমকি দিয়ে গেছেন মাহফুজুল আলম। এত বড় ঘটনায় বিসিবির নীরবতা বিভিন্ন প্রশ্ন জাগিয়েছে। গতকাল ফারুক আহমেদ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু সেখানে এই বিষয়টি নিয়ে কথা ওঠেনি। বিসিবি কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, সেটি এখন সময়ের অপেক্ষায় পরিণত হয়েছে।