মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

শিক্ষার্থীদের ওপর হামলা: বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, ভাঙচুর এবং শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ১০৯ তম সিন্ডিকেট সভা শেষে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য বলেন, তথ্য অনুসন্ধান কমিটি ৭২ জন শিক্ষার্থীর লিস্ট দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জন দুই সেমিস্টার ও ১৫ জন প্রাক্তন শিক্ষার্থীর আইনগতব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক বাকি ১৫ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এর আগে, ১০৮ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রাথমিক তালিকা ঘোষণা করেছিল প্রশাসন। তবে ১০৯ তম সিন্ডিকেটের সিদ্ধান্তে বহিষ্কার করা হয় ৭১ জনকে। তালিকার ওই ১ জন শিক্ষার্থী কে সে বিষয়ে এখনও জানা যায়নি।

প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, দুইজন শিক্ষক, সাতজন কর্মকর্তা, কর্মচারীর ব্যাপারে ২০১৮ সালের কর্মকর্তা ও কর্মচারী নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ডিকেট আমাকে দায়িত্ব দিয়েছে। পরবর্তী সিন্ডিকেটে তাদের স্থায়ী বহিষ্কারের ব্যাপারে আলোচনা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের আগে আর কোনো ধরণের নির্বাচন হবে না। ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদের গঠনতন্ত্র নিয়ে। একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ দিবেন।

ইত্তেফাক/এমএএস
 
unib