শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

তাহসান আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে : রোজা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

নেটদুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু তাহসান-রোজার বিয়ে। নবদম্পতির ছবি দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক। থেমে নেই আলোচনাও। গতকাল শনিবার জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান জানিয়েছেন, দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে প্রকাশ করেছেন দুজনের একটি ছবিও।

এদিকে, তাহসান বিয়ে নিয়ে মুখ খুললেও চুপ ছিলেন তার স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। অবশেষে স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করলেন রোজা। রোববার (৫ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন রোজা।

স্বামী তাহসান খানের সঙ্গে রোজা আহমেদ। ছবি: সংগৃহীত  

যেখানে দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে। তাহসানের পরনে ছিল মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি, অন্যদিকে একই রঙের শাড়িতে মোহমীয় সাজে ধরা দিয়েছেন রোজা। 

ছবিগুলো প্রকাশ করে তাহসানের স্ত্রী লিখেছেন, ‘আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একটি ঘর দিয়েছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

স্বামী তাহসান খানের সঙ্গে রোজা আহমেদ। ছবি: সংগৃহীত

জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোজা আহমেদের চাচা মনা আহমেদ।

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। জামাতা তাহসান খান ও রোজার পূর্ব পরিচয় ছিল কিনা জানি না, তবে দুই পরিবারের উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে।’

স্বামী তাহসান খানের সঙ্গে রোজা আহমেদ। ছবি: সংগৃহীত

মনা আহমেদ জানান, ২০২২ সালে মা ও ছোট ভাইকে নিয়ে নিউইয়র্কে পারি জমান রোজা। সেখানে নিজের প্রতিষ্ঠিত রোজাস ব্রাইডাল মেকওভার নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তাহসানের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ায় ডিসেম্বরে দেশে আসেন এবং পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে বিয়ে হয়।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তাও।

এদিকে, শনিবার সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রী রোজার হাতে হাত রেখে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তাহসান।

সেই ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

ইত্তেফাক/এসএ