শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

ফাহিমের মধ্যে ‘লোভ-লালসা’ দেখছেন সুজন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫১

রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে বদল এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এছাড়া পরিচালক হন নাজমুল আবেদীন ফাহিম। তবে কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে ধরেছে ফাটল। 

বিসিবিতে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ফাহিম। এছাড়া তার সঙ্গে বিসিবি সভাপতি দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন। বিসিবি ছাড়ারও ইঙ্গিত দেন ফাহিম।

বোর্ডের এই দুই কর্তার দ্বন্দ্ব নিয়ে বিরক্ত সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। এই দ্বন্দ্বে ফাহিমেরই দোষ দেখছেন সাবেক এই ক্রিকেটার। চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করছেন সুজন। সোমবার (৬ জানুয়ারি) দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

এ সময় ফারুক-ফাহিম দ্বন্দ্ব প্রসঙ্গে সুজন বলেন, 'কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই-ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। যে দুজনই সাবেক ক্রিকেটার তাদের কেন ইগোর প্রবলেম হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন। তারা যখন আসছেন তখন তো অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো বলছিলেন, উনি অনেক সুদূর প্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন। চিন্তা করছেন।'

ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহিম বলেছিলেন, তিনি ক্রীড়া উপদেষ্টাকে বলছেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান না করা হলে অসন্তুষ্ট হবেন তিনি। এই দ্বন্দ্বে তাই ফাহিমের ভুল দেখছেন সুজন। বিষয়টি লোভ-লালসা হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'এখন দেখছি লোভ লালসার মতো হয়ে যাচ্ছে যে আমি অপারেশন্স না পাইলে আমি কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভ-লালসা। কেন এই লোভ লালসা তাদের মধ্যে আসে। আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন?'

এমন কর্মকাণ্ডে একজন সাবেক ক্রিকেটার হিসেবেও লজ্জিত হন উল্লেখ করে সুজন বলেন, 'যখন তাদের এই মনোভাব দেখি তখন খারাপ লাগে। দুইজন সিনিয়র মানুষ আমরা যাদেরকে অনেক রেসপেক্ট করি, ফারুক ভাই ও ফাহিম ভাই- বোথ আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার। তাদেরকে যখন এমন দেখি ক্রিকেটার হিসেবে লজ্জিত হই আসলে আমরা কী ক্রিকেটাররা এতো বেশি লোভী নাকি?'

ইত্তেফাক/জেডএইচ