বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে কাকে নতুন করে নিয়োগ দেওয়া হবে, সেটি নিয়ে জল্পনা-কল্পনা থাকলেও আপাতত বর্তমান কোচ হ্যাভিয়ের কাবরেরাকেই রাখা হচ্ছে। বাফুফে সূত্রে জানা গেছে কাবরেরাকে লম্বা চুক্তি করে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত তিন মাসের জন্য তাকে নেওয়া হয়েছে।
বাফুফে সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত কাবরেরা বাংলাদেশ ফুটবল দলের জন্য নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল কোচের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। তাবিথ আজ লন্ডনে চলে যাবেন। ১০ দিন পর ফিরবেন। এ কারণে কোচের বিষয়টি চূড়ান্ত করে দিয়েছেন বলে বাফুফের সূত্রের দাবি।
স্প্যানিশ কোচ কাবরেরার সঙ্গে আলোচনা করেই নাকি তিন মাসের জন্য চুক্তির বিষয় সিদ্ধান্ত হয়েছে। সূত্রের দাবি কাবরেরাও রাজি হয়েছেন বলেই তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।' কাবরেরার বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা যা ছিল, সেটাই থাকবে। কেন তিন মাসের চুক্তি করার বিষয়ে একমত হয়েছে বাফুফে, সেটি প্রকাশ করা হয়নি।
কোচ নিয়োগ নিয়ে কথাবার্তা চলছিল বেশ কিছু দিন ধরেই। কিন্তু সবকিছু এক সুতোয় মিলছিল না। তাই হয়তো স্বল্প মেয়াদের জন্য কোচ নিয়োগ দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ ফুটবলে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম খেলা। কোচের সঙ্গে যদি ৩১ মার্চ পর্যন্ত চুক্তি হয়, তাহলে কাবরেরা মূলত ভারতের বিপক্ষেই ম্যাচ পাবেন। এর আগে ফিফা উইনডোতে ম্যাচ হলে সেটিও পাবেন। তবে ভারতের বিপক্ষে ২৫ মার্চের পর দ্বিতীয় ম্যাচ হবে ১০ জুন।
২০২২ সালের মার্চ থেকে বর্তমান কোচ কাবরেরার অধীনে ২৯টি ম্যাচ খেলে আটটিতে জিতেছে বাংলাদেশ। ১৫টি ম্যাচে হেরেছে, ড্র করেছে ছয়টি। সাফে তার অধীনে সেমিফাইনালে খেলেছে। খেলোয়াড়দের সুযোগ-সুবিধা না থাকলেও কোচ তার নিজের বেতন বাড়িয়ে নিয়েছিলেন। সাধারণত চ্যাম্পিয়ন হলে পরবর্তী চুক্তিতে বেতন বাড়ানোর আবদার করার সুযোগ থাকলেও হ্যাভিয়ের কাবরেরা সুযোগটা সূক্ষ্মভাবে কাজে লাগিয়েছেন।
কাবরোর চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। তার আগ থেকেই কাবরেরার মেয়াদ বাড়বে কি বাড়বে না, তা নিয়ে নানা প্রশ্ন ফুটবল পাড়ায় ঘুরছিল। তার হাত দিয়ে বাংলাদেশের সুফল হয়েছে কি না, সেটা ফেডারেশন বিবেচনা করতে গিয়েই সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। কাবরেরাকে পুনরায় চুক্তি করার ব্যাপারে অনেকেরই আপত্তি রয়েছে। কারণ কাবরেরা লিগের এক-দুইটা ক্লাবের খেলোয়াড়দের খেলা দেখেন। সব ক্লাবের খেলা দেখেন না। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ যেটা রয়েছে, সেখানে নজর কম ছিল।
কাবরেরার উদ্দেশে বিসিএলের খেলোয়াড়রা বলছিলেন, তারা যে ফুটবল খেলছেন এটা স্প্যানিশ কোচ দেখেন না। পারফরম্যান্স বিচার করেন না। সবার খেলা না দেখলে খেলোয়াড় বাছাই করবেন কীভাবে। সমালোচনার আরও একটা তির কাবরেরা দিকে, তিনি বসুন্ধরা কিংসের বেঞ্চের ফুটবলারদের নিয়ে জাতীয় দলে খেলান। নতুনদের উঠে আসার সুযোগ দিতে চান না।