বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ঈশ্বরদীতে দুই দিনে ৬ ডিগ্রি কমে গেছে তাপমাত্রা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১২:২৮

মাত্র দুই দিনের ব্যবধানে ঈশ্বরদীতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে।

শুক্রবার (১০ জানুয়ারী) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঈশ্বরদীতে তাপমাত্রা ৪৮ ঘণ্টার ব্যবধানে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। তাপমাত্রা কমে যাওয়ার কারণে ঠান্ডা বাতাস বইছে।

এদিকে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি নেমে যাওয়ার কারণে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঈশ্বরদীর জনজীবন। বিপাকে পড়েছেন নিম্ম আয়ের লোকজন। ঠান্ডার কারণে অনেকেই কাজে যেতে পারেননি। তীব্র শীতের কারণে ফুটপাত-রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন ভাসমান লোকজন। পাশাপাশি হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে বাড়ছে জ্বর, সর্দিতে আক্রান্তদের ভিড়। মূলত বুধবার বিকেল থেকেই ঈশ্বরদীতে শীতের দাপট বাড়তে শুরু করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চিকিৎসক ডা. কেসি দত্ত বলেন, শীতজনিত রোগ হিসেবে সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট ও ডায়ারিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এসময় গরম কাপড় পড়তে হবে। শিশু ও বৃদ্ধদের বাড়তি সতর্ক থাকতে হবে।

ইত্তেফাক/এপি
 
unib