পুলিশি সহযোগিতা না পাওয়ায় দুদকের মামলায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম আদালতে আনা সম্ভব হয়নি।
তাকে চট্টগ্রাম বিশেষ জজ আদালতে উপস্থিত করতে না পারায় রোববার (১২ জানুয়ারি) মামলার ধার্য তারিখে তিন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণও সম্ভব হয়নি। এই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
একই সঙ্গে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এনে রাখার জন্য তার পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে।
চট্টগ্রাম বিশেষ জজ আদালতে দুদকের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০০৭ সালে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় দায়ের হওয়া ৩০(১২)২০০৭নং মামলায় (বিশেষ মামলা নং-২০.২০০৮) রোববার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এজন্য মামলার আসামি আবদুর রহমান বদিকে আদালতে হাজিরের জন্য কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপারকে নির্দেশনা দেন আদালত।
কিন্তু গাজীপুর সিটি এসবি থেকে পুলিশি দল চেয়ে না পাওয়ায় আসামি আবদুর রহমান বদিকে চট্টগ্রামে পাঠানো তাদের পক্ষে সম্ভব হয়নি। বিষয়টি কাশিমপুর কারাগারের পক্ষ থেকে আবেদন করে আদালতকে অবহিত করে। পরবর্তী ধার্য তারিখে আসামিকে হাজির করা হবে বলেও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আদালতকে লিখিতভাবে অনুরোধ করেন।
আসামি হাজির না থাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখার বিষয়ে তার পক্ষে করা তার আইনজীবীর আবেদনটিও শুনানি হয়নি বলে জানান অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ।
শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। পরে আদালতের আদেশে নিরাপত্তার স্বার্থে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়।