মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বঙ্গবন্ধু নামের প্রতিষ্ঠানের অনুদানে কর রেয়াত বাতিল

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৫২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়া জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে আয়কর রেয়াত সুবিধার বিধান বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

রবিবার (১২ জানুয়ারি) সংস্থাটির আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলে হয়েছে, আয়কর আইনের ষষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২-এর দফা ১৫ বাতিল করা হলো। 

আগে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনও জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনও করদাতা অনুদান হিসাবে প্রদত্ত যেকোনও পরিমাণ অর্থ কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে ব্যক্তিশ্রেণির করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াত সুবিধা পায়।

২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়। মোট ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ পান। সে হিসেবে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনও জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনও করদাতা অনুদান হিসেবে প্রদত্ত যেকোনও পরিমাণের অর্থ আয়কর আইনের ধারা ৭৮ অনুসারে কর রেয়াত সুবিধা ভোগ করেন।

ইত্তেফাক/এনএ