বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

চ্যাম্পিয়নস ট্রফি

চমক রেখে পাকিস্তানের ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:০৩

চ্যাম্পিয়নস ট্রফিতে ওপেনার ফখর জামানকে ফেরানো হবে কি হবে না, তা চলছিল আলোচনা। বেশ চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে জায়গা পেয়েছেন ফখর জামান। 

ফখরের পাশাপাশি প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন ইমাম উল হক। তিনিও দীর্ঘদিন ধরের ছিলেন জাতীয় দলের বাইরে। অভিজ্ঞতা বিবেচনায় দলে ফেরানো হয়েছে এই দুই ক্রিকেটারকে। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপে জেতে পাকিস্তান। ম্যান অব দ্য ফাইনাল হয়েছিলেন ফরখর জামান। তাকে ফিরিয়ে আনার দাবিও ছিল অনেকেরই। 

তবে দলে জায়গা পাননি ইনফর্ম ব্যাটার সায়েম আয়ুব। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পান তিনি। জানা গিয়েছে, আপাতত ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে জায়গা হয়নি তার।

পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।

ইত্তেফাক/জেডএইচ
 
unib