মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ 'ধরিত্রী রক্ষা কর্নার' 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:১১

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ভোলার বোরহাউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান 'ধরিত্রী রক্ষা কর্ণার' নামে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

তার কার্যালয়ের দ্বিতীয় তলার সামনের বর্ধিত অংশে টিনের ছাউনি দিয়ে এক পাশে 'বীজ ব্যাংক' এবং সামনের অংশে 'বৃক্ষ ব্যাংক' নামক দুটি স্টল সাজিয়েছেন। এ কার্যক্রমের নাম দিয়েছেন 'ধরিত্রী রক্ষা কর্নার'। সেখানে আছে একটি হেল্পডেক্স। প্রতিদিন যেসব সেবাপ্রার্থীরা আসেন, তাদের এখান থেকে বিভিন্ন প্রজাতির একটি করে চারা ও বীজ বিনামূল্যে দেওয়া হয়। এছাড়াও তার কার্যালয়ের মধ্যে সবুজ বৃক্ষগুলোতে পরিবেশের জীবন্ত সৌন্দর্য পাথিদের নিরাপদ আবাসের জন্য গাছে গাছে বসিয়েছেন মাটির পাত্র।

বুধবার সকালে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সেবাপ্রার্থীরা কেউ চারা গাছ কেউবা বিভিন্ন প্রজাতির বীজ নিচ্ছেন। বীজ ব্যাংক কর্নারে ঘুরে পুঁইশাক, লাল শাক, পালং শাক, করলা, ধনিয়া, বরবটি, ধুন্দুল, ডাটা, ঢেঁড়স, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, হাইব্রিড লাউসহ বিভিন্ন সবজির দেখা মেলে। বৃক্ষ ব্যাংকে রয়েছে বিভিন্ন প্রজাতির পেঁপে, মরিচ, পেয়ারা, আমলকীর চারা। খায়েরহাট এলাকার মাকসুদুর রহমান সিকদার, ইউছুব হাসান; কুতুবা ইউনিয়নের আব্দুল বারেক, নজরুল ইসলাম জানান, এটা ব্যতিক্রমী একটি উদ্যোগ। এ ধারা অব্যাহত থাকুক। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ভোলা একটি কোস্টাল এরিয়া হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে ঝুঁকিপূর্ণ। ভূমি অফিসে প্রতিদিন ১০০ জনের মতো সেবা গ্রহণ করতে আসেন। তাই এদেরকে যদি গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে পারি তাহলে মাসে ২-৩ হাজার গাছ লাগানো নিশ্চিত করা সম্ভব হবে। মূলত পরিবেশ ও জলবায়ু রক্ষার্থেই এ উদ্যোগ। 

ইত্তেফাক/এসএএস
 
unib