শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মেঘমল্লার বসুর ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে রাতে উত্তাল হাবিপ্রবি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৫৬

‘দ্য অনলি অপশন ইজ রেড টেরর’- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর এই ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। মিছিল থেকে ছাত্র ইউনিয়নের এই নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় তারা ক্যাম্পাসের সামনের রংপুর-দিনাজপুর মহাসড়ক এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিলে শিক্ষার্থীরা ‘উদ্যানের গাঁজাখোর-উদ্যানে চলে যা’, ‘লাল সন্ত্রাসের ঠিকানা-এই বাংলায় হবে না’, ‘মেঘমল্লারের দুই গালে-জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, যেখানে আমরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি সেখানে প্রকাশ্যে ফেসবুকে লাল সন্ত্রাসের ঘোষণার মতো স্পর্ধা দেখিয়েছেন মেঘমল্লার বসু। মেঘমল্লাররা এই রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

ইত্তেফাক/এমএএস
 
unib