মাদারীপুরের রাজৈর এলাকায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী লোকমেলা ও কবিগান। প্রায় ৩০০ বছরের ঐহিত্যবাহী এই কবি গানের আসর ঘিরে এবার বসেছে সহস্রাধিক স্টল। বিভিন্ন জেলা উপজেলা থেকে মেলায় এসেছেন হাজারো দর্শক-শ্রোতা।
বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মেলা ২১ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। লোকমেলার পাশাপাশি ১৫ দিনব্যাপী চলবে পৌষমেলা।
আয়োজকরা জানান, শত বছর আগে মহামানব গনেশ পাগল পৌষমাসের শেষ মঙ্গলবার কালী পূজার মধ্য দিয়ে কবিগানের আয়োজন করেছিলেন। ওই সময় তিনি নিজেই আশ্রমের ঈশান কোণের আসরে বসে কবিগান শুনতেন। সেই থেকেই মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী মহামানব শ্রীশ্রী গণেশ পাগল সেবা শ্রম সংঘে প্রতিবছর ১৫ জানুয়ারি বসে এই মেলা। বরাবরের মতো এবারও বসেছে মেলাটি। লোকমেলা ও কবিগান শুনতে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত নারী-পুরুষ, দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। মেলার বিশেষ আকর্ষণ কবিগানের আসরে এ বছর বাংলাদেশ চারণ কবি সংঘের সভাপতি কবি স্বপন সরকার, কবি তিমির সরকার, কবি অপূর্বলাল সরকার, কবি সুরেশ সরকার, কবি সঞ্জয় সরকারসহ বেশ কয়েকজন কবিয়াল অংশগ্রহণ করেছেন।
মেলা উদযাপন কমিটি সভাপতি খোকন মন্ডল বলেন, সেনদিয়া পশ্চিমপাড়া মাঠে প্রায় ৩ শত বছর ধরে মেলা ও কবিগান চলে আসছে। বড় বড় নামি দামি কবিরা এবারও কবিগান পরিবেশন করছেন।
কদমবাড়ী মহামানব গণেশ পাগল সেবা শ্রম সংঘে কবিগান শুনতে আসা গোপালগঞ্জের ড. শুভ মন্ডল ও তার সহধর্মিনী সেতু বিশ্বাস বলেন, ‘মহামানব গণেশ পাগল সেবা শ্রম সংঘের ঐতিহ্যবাহী কবিগান ও পৌষমেলায় আসার জন্য একটি বছর অপেক্ষায় ছিলাম। তারা পরিবারের সদস্যদের নিয়ে মেলা ঘুরে দেখেছি এবং কেনাকাটা করেছি। মেলা এবং কবিগান খুব ভালো লেগেছে।’
এ দিকে একই উপজেলার খালিয়ার সেনদিয়ায় শ্রী শ্রী কৃষ্ণ-কালিপূজা ও পৌষ সংক্রান্তি উপলক্ষে শুরু হয়েছে ৫দিন ব্যাপী কবিগান ও পক্ষকাল ব্যাপী পৌষ মেলা। প্রায় ৩ শতাধিক বছর ধরে সেনদিয়ার কৃষ্ণ-কালি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আসছে ৫দিন ব্যাপী কবিগানের আসর।
প্রখ্যাত কবিয়াল স্বপন সরকার ও তিমির সরকারের বলেন, ‘কবিগান মানুষের মধ্যে আত্মচেতনা ফুটিয়ে তোলে। কবিগানের ভেতরে প্রেম-পবিত্রতা ফুটে উঠে, আধ্যাত্মিক চেতনা ফুটে উঠে, বিশ্ব মানবতা ফুটে উঠে। মানুষের মধ্যে থেকে হিংসা-নিন্দা দূর হয়।’