চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নতুন করে কোনো উত্তেজনা দেখা যায়নি এবং কৃষকরা তাদের জমিতে স্বাভাবিক কাজকর্ম করছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
রোববার (১৯ জানুয়ারি) সীমান্ত এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে উত্তেজনা নেই। কৃষিকাজের সঙ্গে জড়িত স্থানীয়রা সীমান্তে গিয়ে তাদের কাজকর্ম করছেন। আমরা অন্যান্য দিনের মতোই নিয়মিত টহল দিচ্ছি এবং বিএসএফও তাদের নিয়মিত টহল দায়িত্ব পালন করছে।
তবে যাদের সীমান্তে কোনো কাজ নেই তাদের সীমান্তে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান তিনি।
বিজিবি কমান্ডার কিবরিয়া বলেন, 'অনেকে সীমান্তের পরিস্থিতি দেখতে এবং সেলফি তুলতে যাচ্ছেন। এগুলো ক্ষতিকর। যেমন, অনেকে ফসলের ক্ষতি করেন, মানুষ সরিষা ক্ষেতে গিয়ে ফসল নষ্ট করছেন। কৃষকরাও এ বিষয়ে অভিযোগ করছেন।'
এর আগে শনিবার সীমান্তে বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে, ভারতীয় অংশের ফসলী জমি নষ্ট করার অভিযোগ তুলে সীমান্তের বাংলাদেশি অংশে আম ও ফসলী জমি নষ্ট করে ভারতীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশিরা সীমান্তে অবস্থান নেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বিজিবি সদস্যরা। সবশেষ শনিবার বিকেলে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়।