বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ডজনের বেশি সিনিয়র কূটনীতিককে সরে যেতে বলেছে ট্রাম্প শিবির 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:২৯

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পরেই ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন সাজানোর কাজ শুরু করেন। তিনি 'ডিপ স্টেট' ভেঙে দেওয়ারও অঙ্গীকার করেছেন। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্প শিবির জো বাইডেনের প্রশাসনের দায়িত্বে থাকা এক ডজনের বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছে। খবর রয়টার্সের। 

প্রতিবেদনে বলা বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রনীতি ও কূটনীতিকদের ঢেলে সাজাতে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে যেসব কূটনীতিক সরে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে অন্যতম জন বাস। তিনি রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন।  

ওয়াশিংটন পোস্ট প্রথম জন বাসের সরে দাঁড়ানোর খবর জানায়। জন বাস এশিয়া থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন নীতি দেখভাল করছিলেন।  

আরেক সূত্র জানিয়েছে, ট্রাম্প শিবির বাইডেন প্রশাসনের আন্ডার সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদার সব কর্মকর্তাকে পদত্যাগ করতে বলেছে।

রয়টার্স জানিয়েছে, এর অর্থ হচ্ছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের অধীন দায়িত্ব পালন করা এই দুটি স্তরের সব কর্মকর্তাকেই সরে যেতে হচ্ছে।

এর আগে গত সপ্তাহে রয়টার্স জানায়, ট্রাম্পের নতুন প্রশাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনবল ও অভ্যন্তরীণ সমন্বয়ের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা টিমের তিনজন কূটনীতিককে পদত্যাগ করতে বলে ট্রাম্প শিবির। 

প্রতিবেদনে বলা হয়, পদত্যাগের নির্দেশ পাওয়া ব্যক্তিরা হচ্ছেন ডেরেক হোগান, মার্শা বার্নিকাট ও অ্যালাইনা টেপলিটজ। 

রয়টার্স আরও জানিয়েছে, ধারণা করা হচ্ছে যে ট্রাম্প আরও শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি ফেরানোর ঘোষণা দিয়েছেন। এ ছাড়া ইসরায়েলের প্রতি আরও সমর্থন বাড়ানোর কথা বলেছেন। 

ইত্তেফাক/এসআর