আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলি খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
রোববার (১৯ জানুয়ারি) রাতে মুম্বাইয়ের বান্দ্রায় লীলাবতী হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন তারা। এবং এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে বলিউড সরগরম সাইফ আলির ওপর হামলার ঘটনা নিয়ে। গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলি খান। এরপর থেকেই মুম্বাইয়ের একটি হাসপাতালে নায়ক। তাকে দেখতে যাচ্ছেন বি টাউনের তারকারা। এরই মধ্যে অর্জুন-মালাইকার কাকতালীয় উপস্থিতি চমক সৃষ্টি করল।
বলিউড সূত্রের খবর, মালাইকা আরোরা তার বোন অমৃতা আরোরা সঙ্গে হাসপাতালে পৌঁছালেও অর্জুন একাই প্রায় একইসময়ে হাসপাতালে যান। তবে বের হওয়ার সময় একসঙ্গেই দেখা যায় তাদের।
সাইফের কেবিনে প্রাক্তনরা যখন একে-অপরের সম্মুখীন, তখন সেই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সাইফ কি তাহলে মিলিয়ে দিলেন অর্জুন-মালাইকাকে?
দীর্ঘদিন ধরেই কারিনা কাপুরের সঙ্গে বন্ধুত্ব অভিনেত্রী মালাইকা আরোরা ও তার বোন অমৃতা আরোরার। আবার অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও পর্দায় কাজ করেছেন কারিনা। মালাইকার সঙ্গে বিচ্ছেদ হলেও অর্জুনের সঙ্গে কারিনার বন্ধুত্ব এখনও অটুট। শুধু তাই না, সাইফের সঙ্গেও রয়েছে অর্জুন-মালাইকার ভালো সম্পর্ক। তাই তো বিচ্ছেদের কথা ভুলেই একসঙ্গে অসুস্থ সাইফকে দেখতে হাসপাতালে ছুটলেন অর্জুন-মালাইকা।