সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বিআরটিএ অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, মিললো ভয়ংকর তথ্য

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২০:৫২

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাভার অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে একটি দল সাভার উপজেলা চত্বরের পাশে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।

দুদক জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের তিন সদস্যের একটি দল মঙ্গলবার দুপুরে সাভার বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন। এ সময় তারা ছদ্মবেশে অফিসটিতে কাজ করা দালালদের সঙ্গে লাইসেন্স করার বিষয়ে কথা বলেন। দালালরা কোনোরকম পরীক্ষা ছাড়াই লাইসেন্স করার কথা জানান। পরে বিআরটিএ অফিসের বিভিন্ন নথিপত্র ঘেটেও ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়ার প্রমাণ মিলেছে। তাছাড়া গাড়ির ফিটনেস করানোর জন্য দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতাও মিলেছে দুদকের অভিযানে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, আমরা সকাল থেকেই ছদ্মবেশে বিআরটিএ অফিসের যেখানে ফিটনেস দেওয়া হয়, সেখানে ঘুরাঘুরি করি। দালালদের সঙ্গে গ্রাহক হিসেবে কথা বলি এবং অনেকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস নেওয়ার জন্য কথা বলি। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো দালালরা আমাদের কাছে পরীক্ষা ছাড়াই গাড়ির ড্রাইভিং লাইসেন্স দেয়ার কথা জানায়, যা অত্যন্ত আতঙ্কের বিষয়। কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো কমিশনে জমা দেওয়া হবে।

এ বিষয়ে বিআরটিএ সাভার অফিসের ইন্সপেক্টর আমিনুল ইসলাম খান বলেন, আমার অফিসে কোনো দালাল নেই। তবে সব গাড়ির মালিক অফিসে আসতে পারেনা। সেক্ষেত্রে তাদের প্রতিনিধিরা এসে কাজ করান। এখানে দুদক কিছু ফাইল পরীক্ষা করে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়ার প্রমাণ পেয়েছে। সেই বিষয়ে আমরা গাড়ির মালিকের সঙ্গে কথা বলবো। তাছাড়া টাকার বিনিময়ে ফিটনেস দেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

ইত্তেফাক/এপি