শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৪:০৪

দেশের মেয়েদের ক্রিকেটে চলছে সুসময়। আজ সকালেই বাংলাদেশে নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হারিয়েছে। এবার অনূর্ধ্ব ১৯ দল জয় পেল স্কটল্যান্ডের বিপক্ষে।

স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠে গেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বাঙ্গিতে সুমাইয়া আক্তারের দল স্কটল্যান্ডকে ১২২ রানের লক্ষ্য দিয়ে জিতেছে ১৮ রানে। সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা খেলবে ১ নম্বর গ্রুপে। সেখানে খেলতে হবে দুটি ম্যাচ। সেই পর্ব পেরোতে পারলে সেমিফাইনাল।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই হারায় সুমাইয়া আক্তার সুবর্ণাকে। এরপর ওপেনার ফাহমিদা ছোঁয়ার সঙ্গে ২৬ রানের জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।

ব্যক্তিগত ১৪ রানে ফাহমিদা রানআউট হলে ভাঙে সে জুটি।  জুয়াইরিয়াও আউট হন ২০ রান করে। ছন্দে থাকা সাদিয়া ইসলাম রান পাননি, আউট হন ৬ রান করে। একপর্যায়ে ৫০ রানেই ৫ উইকেট হারায় মেয়েরা। সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করেন অধিনায়ক সুমাইয়া ও আফিয়া আশিমা, গড়েন ৩৮ রানের জুটি। আফিয়া করেন ১৯ বলে ২১। অধিনায়ক সুমাইয়া ৩৬ বলে ২৯ রানে ছিলেন অপরাজিত।

১২২ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে ফেলে স্কটল্যান্ড। তবে ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড হারায় ২ উইকেট। ওপেনার ইমা ওয়ালসিংহামকে আউট করেন আনিসা আক্তার, পিপা কেলি হন রানআউট।

সেখান থেকে দলকে টেনে তোলেন  পিপা স্প্রাউল ও নিয়াম মুইর, গড়েন ৫০ রানের জুটি। হাবিবা ইসলামের বলে নিয়াম যখন ২২ রানে ফেরেন, তখন স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৩২ বলে ৫৩ রান। এই জুটি ভাঙার পর আর সেই সমীকরণ মেলানোর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। দলটি থেমে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে।নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায় তারা। স্কটল্যান্ডকে হারিয়ে আবার জয়ের পথে ফিরল দলটি।

সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ১২১/৯(সুমাইয়া ২৯*, আফিয়া ২১; নায়মা ২/১৫, মাইসিয়ে ২/২৭)
স্কটল্যান্ড: ১০৩/৮(পিপ্পা ৪১, নিয়াম ২২; আনিসা ৪/২৫, হাবিবা ১/১৬)
ফল: বাংলাদেশ ১৮ রানে জয়ী

ইত্তেফাক/এএম
 
unib