রোববার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

আজীবনের জন্য বহিষ্কার নিপুণ, বরফের ওপর ডিগবাজি দিলেন জায়েদ খান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৫৫

অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সম্প্রতি আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান, যিনি নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বরফের ওপর ডিগবাজি দিচ্ছেন জায়েদ খান। ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, ‘এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি।’ নেটিজেনরা কেউ কেউ বলছেন চিত্রনায়িকা নিপুণের বহিষ্কারাদেশের আনন্দেই কি ডিগবাজি দিলেন জায়েদ খান?

চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সংগৃহীত

জায়েদ খান অবশ্য বলেছেন ভিন্ন কথা! দুই নায়িকার অনুরোধে তিনি প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিয়েছেন। ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো, শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।’ 

কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘আপনি পারেনও ভাই, মেয়েদেরও কাজে লাগিয়ে দিলেন।’ আরেকজনের ভাষ্য, ‘জায়েদ খান মানেই আনন্দ বিনোদন। সত্যি বলতে ভাইয়া অনেক অসাধারণ হয়েছে । আপনার জন্য এবং আপুদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।’

উল্লেখ্য, জায়েদ খান ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। 

পরের বছর মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।

প্রসঙ্গত, চিত্রনায়ক জায়েদ খান ও অভিনেত্রী নিপুণ আক্তারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। এই দ্বন্দ্বের ফলে দুইজনের মধ্যে আদালত অবমাননার মামলাও হয়েছিল।

ইত্তেফাক/এসএ