শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

৬ গোলের ম্যাচে রিয়ালের জয়, শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৮

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ভরাডুবিতে শেষ ষোলোতে খেলার আশা ব্যাহত হয়েছিল। বুধবার (২৩ জানুয়ারি) ম্যাচে দাপুটে ৫-১ গোলের সমীকরণে জয়ে পয়েন্ট টেবিলে ষোলো নিশ্চিত করলো রিয়াল। 

এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে উঠে এসেছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস ট্রফি জেতা দল রিয়াল। রাতে সালজবুর্গের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়াল মাদ্রিদ তাদের পুরনো দাপট দেখায়। 

তাদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোলের পর জালের দেখা পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ৫ গোলের চারটিই দুই ব্রাজিল ফুটবালারের কাছ থেকে আসে। শেষদিকে অবশ্য একটি গোল শোধ করে শান্তনা খুঁজে নেয় সালজবুর্গ।

ম্যাচের ২৩ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন রদ্রিগো। এরপর রিয়াল মাদ্রিদ আক্রমণের ধারা অব্যাহত রেখে ৩৪ মিনিটে জুড বেলিংহামের চমৎকার ব্যাকহিল পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রদ্রিগো। বিরতির পর ৪৮ মিনিটে সালজবুর্গের গোলরক্ষক জেনিস ব্লাচউইচের পা থেকে বল ছিনিয়ে নিয়ে তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ৫৮ মিনিটে গোল উৎসবে অংশ নেন ভিনিসিয়ুস, দারুণ একটি শটে গোল করে রিয়াল মাদ্রিদকে বড় জয়ের দিকে আরও একধাপ এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এরপরে ৭৭ মিনিটে আবারও গোল করেন ভিনিসিয়ুস। ম্যাচে পাঁচ গোল হজমের পর সালজবুর্গ একটি গোল শোধ করলেও রিয়ালের জয় নিশ্চিত হয়। 

অপরদিকে একই রাতে চ্যাম্পিয়নস লিগের অন্য একটি ম্যাচে ফেইনুর্দের কাছে ৩-০ গোলে হেরে অঘটনের শিকার হয় বায়ার্ন মিউনিখ।

ইত্তেফাক/এমআর/কেএইচ
 
unib