হলিউডের জনপ্রিয় তিন তারকার দেখা মিলবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের চোখের মণি তথা বিশেষ দূত হিসেবে। হলিউডের স্বর্ণযুগ ফেরাতে তিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন ও জন ভইটকে ‘বিশেষ দূত’ হিসেবে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।
মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, হলিউডের ক্রান্তিলগ্ন থেকে বেরিয়ে আসতে বিশ্ববাজারে হলিউড সিনেমার বাজার রমরমা করার ওপর জোর দিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ট্রুথ সোশ্যাল’র এক পোস্টে ট্রাম্প বলেন, হলিউডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমার চোখ-কান হিসেবে কাজ করবেন স্ট্যালোন, গিবসন ও ভইট।
এসময় ট্রাম্প আরও বলেন, সমস্যা জর্জরিত ক্যালিফোর্নিয়ার বিশেষ দূত হিসেবে স্ট্যালোন, গিবসন ও ভইটের নাম ঘোষণা দেয়া আমার জন্য সম্মানের।
এদিকে মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদন বলছে, লস অ্যাঞ্জেলেসে দাবানলের ঘটনায় ২৫০ বিলিয়ন মার্কিন ডলারের মতো বিশাল পরিমাণ অর্থ ক্ষতির সম্মুখীন হয়েছে হলিউড।
এছাড়া গত কয়েক বছরে করোনা মহামারি, তারকাদের দাবি মেনে নেয়ার জন্য ধর্মঘট, বিশ্ববাজারে হলিউড সিনেমার টিকিট বিক্রি কমে যাওয়াসহ নানা সমস্যায় জর্জরিত হলিউড ইন্ডাস্ট্রি।
এ সমস্যাগুলোর সমাধানের জন্যই ‘বিশেষ দূত’ হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্পের নির্বাচিত হলিউড তিন তারকা। আমেরিকা রাষ্ট্রের মতো বিশ্বে হলিউড সিনেমাও আধিপত্য ও রাজত্ব তৈরি করবে এমনটাই আশা প্রকাশ করছেন হলিউড সংশ্লিষ্টরা।