বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সাপ্তাহিক শেয়ার বাজার

ডিএসইতে গড় লেনদেন বেড়েছে 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৪:০০

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনকৃত বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে সবকয়টি মূল্যসূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে গড় লেনদেনও বেড়েছে। 

সাপ্তাহিক লেনদেন চিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ১৫০টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতেই ডিএসইর বাজার মূলধন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা বা দশমিক ৫৬ শতাংশ। ।

বেশির ভাগ কোম্পানির দর বাড়ায় গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩২ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৬০ দশমিক ৫১ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ। 

প্রধান সূচকের পাশাপাশি গত সপ্তাহে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকটি ১৮ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ, ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১১ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেনের পরিমাণ বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৬৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৭৮ কোটি ৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৬০ লাখ টাকা বা ৯ দশমিক ১৫ শতাংশ।

ইত্তেফাক/এমএএম
 
unib