শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস আজ 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:০০

আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস আজ রবিবার। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৩ সাল থেকে এ দিবসটি পালন শুরু হয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও পরিবেশ দূষণ হ্রাসের লক্ষ্যে বিশ্বব্যাপী গৃহীত কর্মসূচিগুলোকে এগিয়ে নেওয়া, সচেতনতা তৈরি এবং পরিবেশবান্ধব নতুন কর্মসূচি গ্রহণকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ দিবসটি পালন শুরু হয়।

এসডিজির সপ্তম লক্ষ্যের মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী সহজলভ্য, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির ব্যবহার নিশ্চিত করা। ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির প্রতিষ্ঠা তারিখে (২৬ জানুয়ারি) পরিচ্ছন্ন জ্বালানি দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে জাতিসংঘের সাধারণ সভা। 

বাংলাদেশও ২০৪০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ ভাগ পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ খাতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নবায়নযোগ্য শক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য আরেক দফা কর ছাড় দিয়ে প্রণোদনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে নবায়নযোগ্য জ্বালানির নতুন বিদ্যুৎকেন্দ্র মোট ১৫ বছরের কর অব্যাহতি পাবে। এর মধ্যে ১০ বছরের জন্য পুরো আয়কর অব্যাহতি এবং পাঁচ বছরের জন্য বিভিন্ন হারে আয়কর ছাড় থাকবে।

ইত্তেফাক/এমএএম