শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

৯ দফা দাবী আদায়ে হাবিপ্রবির প্রশাসনিক ভবন অবরোধের ডাক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৯

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৯ দফা দাবী আদায়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দাবী আদায়ে প্রয়োজনে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করার সিদ্ধান্ত তাদের।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেইজে ৯ দফা দাবী সম্বলিত প্ল্যাকার্ড পোস্ট দিয়েছেন শিক্ষার্থীরা। সেখানে তারা লিখেন, 'তাদের ৯ দফা যৌক্তিক দাবী বাস্তবায়নের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন ত্যাগ করবেন না তারা।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তাদের ৯ দফা দাবীগুলো হলো: 

১. একমাসের মধ্যে ছাত্র সংসদের নীতিমালা প্রনয়ণ করে, সময়সূচি ঘোষণা করতে হবে।

২. ক্রেডিট ফি ৭৫-৮০ টাকা করে নোটিশ জারি করতে হবে।

৩. সেশনজট নিরসনে একাডেমিক রোডম্যাপ দিতে হবে, এবং বাস্তবায়নের জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে।

৪. লাইব্রেরির মুজিব কর্ণারকে জব কর্ণার করে চাকরির বিভিন্ন বই দিতে হবে।

৫. আগামীকাল থেকে গোপালগঞ্জে বাস স্টপেজ করতে হবে।

৬. হামলাকারীদের বিচার আগামী ৭দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

৭. ১ মাসের মধ্যে টিএসসি থেকে ব্যাংক অপসারণ করতে হবে।

৮. অবৈধ নিয়োগ বাতিলের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।

৯. শিক্ষক ও ক্লাসরুম সংকট দূরীকরণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।

আন্দোলনের সমর্থনে ফেসবুকে পোস্ট দেওয়া শিক্ষার্থী এস. এম. সুমন জানান, আমরা বিভিন্ন সময়ে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবীগুলো উপস্থাপন করেছি। কিন্তু প্রশাসন আমাদের সেই দাবীগুলো বাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে আমাদের আন্দোলন কর্মসূচিতে যেতে হচ্ছে। আমাদের দাবী আদায়ে প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।' 

ইত্তেফাক/এমএএম
 
unib