বঙ্গোপসাগরের পাড়ে অবস্থিত দুবলা চরের কাছে হামলা, লুটপাট ও জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সময় স্থানীয় জেলেদের হাতে অস্ত্রসহ তিন জলদস্যু আটক হয়েছে। তবে অপর জলদস্যুরা ১৫/২০ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।
আটক তিনজন হলেন, জাহাঙ্গীর ওরফে মাইজ্যে, মুন্না এবং রবিউল। দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ সোমবার সকালে মোবাইল ফোনে বলেন, রবিবার দিবাগত মধ্যরাতে দুবলার আলোর কোলের জেলেরা বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়ার কাছে মাছ ধরছিল এ সময় ১০-১২ জনের জলদস্যু গ্রুপ ট্রলারে করে এসে জেলেদের ওপর হামলা করে। জেলেরা সঙ্ঘবদ্ধ হয়ে তিন জলদস্যুকে একটি বন্দুকসহ জাপটে ধরে। একজন জলদস্যু সাগরে পড়ে যায়। গ্রুপের অন্য দস্যুরা ১০/১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
আটক জলদস্যু তিনজনকে বন্দুক ও কার্তুজসহ সোমবার ভোরে আলোরকোল কোস্টগার্ড ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন।
আলোরকোল ফরেস্ট টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সোমবার সকালে আলোরকোল কোস্ট গার্ড ক্যাম্পে তিনজন জলদস্যুকে তিনি দেখে এসেছেন।
এ বিষয়ে আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেন্টে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে বলে জানান একজন কর্মকর্তা।