বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বিদেশি অস্ত্র ও বিপুল স্বর্ণালংকারসহ ৫ রোহিঙ্গা আটক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ১৯৭ ভরি স্বণালংকার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এসময় দুই নারীসহ ৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) টেকনাফে পৃথকভাবে এ দুই অভিযান পরিচালিত হয়। 

আটকরা হলেন-উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের এ-২ ব্লকের আনোয়ার শাহ (১৮), একই ক্যাম্পের মো. শরিফ (১৮) ও মো. হাসিম (২০),মিয়ানমার মংডুর  শফিক আহম্মেদের মেয়ে মোছা.খালেদা (৪৫) ও মংডুর শইয়েজা গ্রামের মো. ইয়াসিনের মেয়ে মোছা. মারুয়া (১৬)।

বিদেশি অস্ত্র-বিপুল স্বর্ণালংকারসহ ৫ রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণলংকারসহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৯৭ ভরি স্বর্ণলংকার ও নগদ ৪ লাখ টাকা উদ্ধার হয়। একইদিন বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ২টি পুরাতন বিদেশি পিস্তল ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইত্তেফাক/এপি
 
unib