শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময় বাড়লো 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২১:৪৬

জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় আবার বাড়িয়েছে সরকার। 

রোববার (২৬ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের মোটরযানের মালিকরা যানবাহনের মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়া হালনাগাদ করতে পারবেন। 

এর আগে, গত ৩ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।  

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, অনেক গাড়ি রয়েছে যেগুলোর ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট হালনাগাদ করা নেই। দুটো কারণে এসব হালনাগাদ করেননি মালিকরা। প্রথমত, গাড়িগুলো চলাচলের উপযুক্ততা বা ফিটনেস হারিয়েছে। তারা ফিটনেস করাতে এলে সেটি পাবেন না। দ্বিতীয়ত, সরকারকে ফাঁকি দিয়ে চলে অভ্যস্ত হয়ে পড়েছেন। এছাড়া, অনেক চালক রয়েছে, যারা তাদের লাইসেন্স নবায়ন করছে না। 

ওই কর্মকর্তা বলেন, সরকার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজস্ব সংগ্রহ বাড়াতে চাচ্ছে। অন্যদিকে, যানবাহনগুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। যেসব মোটরযানের ফিটনেস সনদ নেই বা হালনাগাদ নয়, সেগুলোকে সড়কে চলতে দেওয়া হবে না। কারণ সড়ক দুর্ঘটনার কারণগুলোর মধ্যে অন্যতম হলো, যানবাহনের ফিটনেস না থাকা।

ইত্তেফাক/এনএ
 
unib