বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মাদারীপুরে একইদিনে ২ নিখোঁজের মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪

মাদারীপুরে একদিনে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কালকিনি উপজেলায় হিরণ নেছা (৬৫) নামে এক বৃদ্ধা এবং শিবচরে মুন্না মির্জার (১৭) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধা হিরণ নেছা চারদিন আগে এবং ভ্যানচালক মুন্না মির্জা আটদিন আগে নিখোঁজ হয়েছিলন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় হাঁটতে গিয়ে নিখোঁজ হন কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের কালাম মৃধার স্ত্রী হিরণ নেছা। এরপর তার আর সন্ধান পাওয়া না গেলে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
 
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ভুরঘাটার রেন্ডিতলা এলাকার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। মরদেহটি উদ্ধারের পরিবারের লোকজন হিরণ নেছার বলে শনাক্ত করেন।
 
হিরণ নেছার পরিরবার জানায়, পরিকল্পিতভাবে হিরণ নেছাকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দিয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
 
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
 
অপরদিকে, গত ২০ জানুয়ারি নিখোঁজ হন শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গুয়াতলা এলাকার রাজ্জাক মির্জার ছেলে মুন্না। পরে থানায় জিডি করা হয়। নিখোঁজের আটদিন পর আজ সন্ধ্যায় মাদবরেরচর এলাকার রেললাইনের পাশ থেকে ভ্যানচালক মুন্না মির্জার মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের অভিযোগ, ভ্যান ছিনতাই করে মুন্নাকে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
 
নিহত মুন্নার বড়ভাই সবুজ মির্জা বলেন, ‘ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মুন্না। এরপর থানায় জিডি করেছিলাম। তারপরও কোন হদিস পাইনি। আমার ছোটভাইয়ের কাছ থেকে ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। এর আগেও মুন্নার কাছ থেকে একটি চক্র ভ্যান ছিনতাই করে নেয়। তখন প্রাণে বাঁচলেও এবার হত্যার পর লাশ রেল লাইনের পাশে ফেলে রেখে গেছে হত্যাকারীরা। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
 
ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে থানার (প্রস্তাবিত) উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুজ্জামান বলেন, ‘নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এএইচপি
 
unib