রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক,আহত ১২

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:০০

মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে ১২ জন। তাদের মধ্যে আট জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম স্বাধীন হোসেন সুমন বলে জানা গেছে। 

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জলঢাকা পরিবহনের বাসটি দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ১২ জনের মধ্যে গুরুতর অবস্থায় আট জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গজারিয়া হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, বাসটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এমএএম
 
unib