বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বাউফলে আগুনে পুড়ল ৮ বসতঘর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৩০

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসত ঘর পুড়েছে। বুধবার রাত সারে ৯টার দিকে উপজেলার বগা ফেরিঘাট সংলগ্ন এলাকায়  এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন-আতাহার গাজী,সবুজ কাজী, রেজাউল কাজী, দুলাল কাজী, সোহেল কাজী, জসিম খান, রফিক খান ও ফজলুল খান।

স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে আতাহার গাজীর বসতঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে পাশের বসতঘর গুলোতে। একে একে ৮টি বসত ঘর পুড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, বাউফল ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স কার্যালয়ের মোবাইল নম্বরে বারবার ফোন দিলে তারা ত্রিশ মিনিট পরে ফোন রিসিভ করেন। এরপর ঘটনাস্থলে পৌছাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এর মধ্যে ৬টি ঘর সম্পূর্ণ পুড়ে যায় ও বাকী ২টি আংশিক পোড়ে।

অভিযোগ অস্বীকার করে বাউফল ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাব্বির আহম্মেদ বলেন, ৯.৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর জেনে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু স্পটে গাড়ি নিয়ে প্রবেশের পথ না থাকায় ফেরি যোগে গাড়ি নিয়ে তারপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি
 
unib