বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১২টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ অবস্থান জানা যায়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৩৯২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুবই ঝুঁকিপূর্ণ এবং অস্বাস্থ্যকর’। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২১৩। এছাড়া ২০৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা শহর। আর রাজধানী ঢাকা ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। অর্থাৎ এখানে বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।
একিউআই স্কোর ০ থেকে ৫০ ‘পরিচ্ছন্ন বায়ু বা ভালো বায়ু’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর বায়ু’ বলে মনে করা হয়।
১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘দূষিত বায়ু’ হিসাবে ধরা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং সকল বয়সী নাগরিককেই বাসায় থাকতে বলা হয়। এই পরিবেশে সবাইকেই অফিস আদালতের কাজ করতে না করতে বলা হয়। ২০১ থেকে ৩০০ এবং এর ঊর্ধ্বে থাকা একিউআই ‘একদম অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।