বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিযুস জুনিয়র। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আছেন সেরাদের সেরার কাতারে। রয়েছেন কিংবদন্তি হওয়ার দৌড়ে। রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় অস্ত্র বলা হয় তাকে। বর্তমানে এই রিয়াল মাদ্রিদ তারকার বাজার মূল্য ২০০ মিলিয়ন ইউরো।
তবে গেল বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে, এই তারকাকে নিজেদের ডেরায় বেড়াতে ১ বিলিয়ন ইউরো খরচ করতে রাজি সৌদি আরব। ফুটবল ইতিহাসে এর আগে এমন লোভনীয় প্রস্তাব দেওয়া হয়নি কোনো ফুটবলারকে। এমন খবর সামনে আসার পর ফুটবল বিশ্বে গুঞ্জন চলছে, ২৪ বছর বয়সী এই তারকা কি সেই প্রস্তাবে সাড়া দেবেন। গৌরব না অর্থ, কোন পথ বেছে নিবেন তিনি। এই বিষয়ে ভিনিসিয়ুস নিজে কিছু না বললেও, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মতে অর্থ নয়, গৌরবের পথে হাঁটবেন এই ব্রাজিলিয়ান।
গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। সেখানে ভিনিসিয়ুসকে নিয়ে চলমান গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। তার মতে, ফুটবলে হতে পারে যেকোনো কিছু। তবে তার বিশ্বাস অর্থ নয়, গৌরব বেছে নেবেন ভিনিসিয়ুস।
আনচেলত্তি বলেন, 'আমি ফুটবলের সবকিছুই বুঝি। গত গ্রীষ্মে আমি বুঝতে পেরেছিলাম টনি ক্রুস ফুটবল থেকে অবসর নিচ্ছেন। অনেকেই এটা বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝেছি। আমি সব বুঝি। আমার মনে হয় তিনি অর্থ নয় গৌরব বেছে নেবেন।'