নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এরপর থেকেই গুঞ্জন চলছিল শৈশবের ক্লাব সান্তোসে ফিরবেন এই ব্রাজিলিয়ান সেনসেইশন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। নেইমার নিজেই জানিয়েছেন আবারও সান্তোসেই পাড়ি জমাচ্ছেন তিনি।
গত সোমবার রাতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের খবর দেয় আল-হিলাল। ২০২৩ সালে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে মাত্র ৭ ম্যাচ খেলতে পারেন নেইমার। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই তাই চুক্তি বাতিল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের নতুন ঠিকানার কথা জানান নেইমার। তিনি বলেন, 'আমি সান্তোস ফুটবল ক্লাবের হয়ে চুক্তিপত্র সই করবো। এই ক্লাবের প্রতি আমার ভালোবাসা কখনো বদলায়নি।'
তিনি আরও বলেন, 'এখন আমার খেলায় ফেরা দরকার। সান্তোসের মতন ক্লাবই আমাকে সেই ভালোবাসা দিতে পারে। যেটা আগামী বছর চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য প্রয়োজন।'
এ দিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় কনসার্ট আয়োজনের মাধ্যমে নেইমারকে বরণ করে নেবে ক্লাবটি। চুক্তিপত্রে স্বাক্ষর করতে নেইমার রওনা দিয়েছেন ব্রাজিলে।