ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া নিয়ে তুমুল সমালোচনা চলছে একাদশ বিপিএলে। দুর্বার রাজশাহী করছে বিভিন্ন টালবাহানা, অন্যদিকে চিটাগং কিংসের মালিক এক ক্রিকেটারের পারিশ্রমিক শোধের বিষয়ে বলেছেন, 'আমার টাকা কি গাছে ধরে?' সব মিলিয়ে এবারের বিপিএল নিয়ে দেশ ও দেশের বাইরে উত্তাল অবস্থা চলছে। এ সব বিষয়ে সরব হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পারিশ্রমিক ইস্যুতে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, সেটি দেখে ঘটনা তদন্তে তিন সদস্যের সত্যানুসন্ধান কমিটি গঠন এনএসসি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এনএসসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে। বিপিএল-২০২৫কে সাজানো হয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় লক্ষ্য অর্জনের একটি সোপান হিসেবে। উল্লেখ্য, মাননীয় প্রধান উপদেষ্টা স্বয়ং এতদসংক্রান্তে বেশ কিছু উদ্ভাবনী ধারণা প্রদান করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে। চুক্তি মোতাবেক যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা হলে বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর। এই বিষয়টি পরীক্ষা করে খতিয়ে দেখার জন্য একটি 'সত্যানুসন্ধ্যান কমিটি' গঠন করা হলো। এনএসসির পরিচালকের (ক্রীড়া) নেতৃত্বে এই কমিটিতে আছেন এনএসসির চেয়ারম্যানের একান্ত সচিব ও এনএসসির সহকারী পরিচালক (ক্রীড়া)। এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।