মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

জয়পুরহাটে প্রীতি নারী ফুটবল ম্যাচ বাতিলের ঘটনা তদন্তে কমিটি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ের মাঠের টিনের বেড়া ভাঙচুরের পর প্রীতি নারী ফুটবল ম্যাচ বাতিলের ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মন্জুরুল আলম, সংশ্লিষ্ট থানার ওসি মো. আনিছুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদ।

এ বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় নেতাদের সঙ্গেও কথা বলেছি। তদন্ত কমিটি করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নারী ফুটবল ম্যাচে বাধা দেওয়ার এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা প্রশাসনকে নারী ফুটবল ম্যাচটি চালুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। এঘটনায় বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম, আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান ঘটনাস্থল তিলকপুরে ছুটে যান। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত তারা তিলকপুর অবস্থান করছিলেন। এ সময় তারা খেলার মাঠটি পরিদর্শনের পর স্থানীয় লোকজন, আয়োজক কমিটি, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। 

জানা গেছে, স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘিরে প্রায় দেড় মাস আগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুরু হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ারে বসে খেলা দেখার জন্য ৭০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা রাখা হয়।

টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল। তবে ফাইনালের আগে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল টিমের মধ্যকার ম্যাচ আয়োজনের ঘোষণা দেন আয়োজকরা। তবে এর আগের দিন মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকটি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে প্রচার করা হয়। ওই ঘটনার পর আয়োজকেরা বুধবার বিকেলের প্রীতি নারী ফুটবল ম্যাচটি বাতিল করেন।

ইত্তেফাক/জেডএইচডি