রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ইজতেমায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২ 

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ২০:০৯

তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত ২ মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল দশটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার লোকমান হোসেনের ছেলে। সন্ধ্যায় ছাবেত আলী (৭০) নামে আরও এক মুসল্লির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তিনি শেরপুর জেলার শ্রীবর্দি থানার রাণর শিমুল গ্রামের আব্দুল্লাহর ছেলে। 

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দুই মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

জানাজা শেষে ইজতেমা ময়দান থেকে মরদেহ দুইটি নিজ নিজ গ্রামের বাড়িতে স্বজনদের কাছে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসএএস
 
unib