রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ফাঁদে পা দিও না, অনুরোধ ইশরাক হোসেনের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২

আওয়ামী লীগের পলাতক নেতাদের প্ররোচনার ফাঁদে না পড়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। 

পোস্টে তিনি বলেন, অনেকেই আছে ছোট ভাইয়ের মতোই বয়স হবে, যারা বাস্তবতা না বুঝে আওয়ামী লীগের পলাতক নেতাদের প্ররোচনায় ফাঁদে পড়তে পারে। ধরে নাও আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি, এই ফাঁদে পা দিয়ো না। আওয়ামী লীগ নামের দলটির কোনও স্বাভাবিক পতন হয় নাই। যারা তোমাদের ব্যাবহার করে বলির পাঠা বানাতে চাচ্ছে, তারা গণহত্যা বা জেনোসাইডের জন্যে দায়ী। 

পোস্টে তিনি আরও বলেন, আওয়ামী লীগের পলাতক নেতারা কোনও জন-দাবিতে আন্দোলন সংগ্রাম করছে না এবং করার অধিকার রাখে না। এরা কেবল ক্ষমতার মোহে দূরে বসে তোমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যারা না বুঝে ফাঁদে পা দিবে, তারা জনরোষে পড়ে ক্ষতিগ্রস্ত হোক কিংবা দেশ আবার উত্তপ্ত হয়ে উঠুক এটা কারোর কাম্য না।

ইত্তেফাক/কেএইচ
 
unib