পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক দালাল ও শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩১ জানুয়ারি) নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা।
আটকরা হলেন— ঠাকুরগাঁও জেলা সদরের আলমপুর গ্রামের শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার সাত বছরের মেয়ে শ্রী ভূমি রানী শ্রেয়া এবং তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকার সাদ্দাম হোসেন (৩০)। সাদ্দাম হোসেন তাদের অবৈধ পথে ভারত যেতে সহায়তার চেষ্টা করেন।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাঁটার ১টি প্লাস, ২টি মোবাইল ফোন, রুপার নুপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। চোরাচালানকারী ও দালাল সাদ্দাম হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করেন বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।