বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নাটোরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮

নাটোরের লালপুরে ধারাল অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দিয়ে সুকুমার সরকার নামে এক ভ্যানচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামের কাঁচা রাস্তার পাশে এ ঘটনা ঘটে। 

নিহত সুকুমার সরকার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদিপুর গ্রামের মৃত যুগল সরকারের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, প্রতিদিনের মতো আজ দুপুরেও বাড়িতে খাওয়া শেষে অটো ভ্যান নিয়ে ভাড়া খাটতে বের হয় সুকুমার। পরে বিকেলে চামটিয়ার গ্রামের কাঁচা রাস্তার পাশে ধারাল অস্ত্র দিয়ে সুকুমারের ঘাড়ে কুপানো রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে সুকুমারের ভ্যানটি আশেপাশের কোথাও পাওয়া যায়নি। মরদেহের পাশে থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। 

ওসি নুরুজ্জামান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো ভ্যানটি ছিনতাই করতে তাকে পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশের কয়েকটি টিম।

ইত্তেফাক/এমএএস
 
unib