শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে নীতিমালা হচ্ছে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনে নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন করা হবে বলে জানান তিনি।

রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনে অর্থ মন্ত্রণালয় থেকে ২৩২ কোটি টাকা টাকা বরাদ্দ পেয়েছেন বলেও জানান ত্রাণ উপদেষ্টা। 

ইত্তেফাক/এনএ