বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

আহতদের পুনর্বাসন করবে সরকার: হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০

অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই সরকার আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে। যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কাজ চলছে, ধৈর্য হারাবেন না।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসবভনের সামনে অবস্থান নেয়া আহতদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এর আগে পুলিশের ব্যারিকেড ভেঙে মিন্টো রোডে অবস্থিত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। পরে সেখানে উপস্থিত হয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আহতের পুনর্বাসন করার বিষয়টি একটি লম্বা প্রক্রিয়া। নানা জায়গায় তাদের কাগজ চেক করতে করতে একটা জটিলতা তৈরি হয়েছে। এখানে গ্রুপ, উপগ্রুপ তৈরি হয়েছে। একটা দালাল শ্রেণি তৈরি হয়েছে। তারা একপক্ষ আরেকপক্ষকে দোষারোপ করছে। কেউ বলছে আমরা অরিজিনাল, আবার কেউ বলছে ওরা ভুয়া। এ ধরনের ঘটনার কারণে সরকার বিব্রত। অবিলম্বে যারা আহত তাদের সুচিকিৎসার জন্য যা যা করা দরকার সরকার দ্রুত সময়ের মধ্যে করবে। আপনাদের এ দাবি আমি সরকারের কাছে জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের হাতে কিছু নেই। আমরা কিছু করতে পারি না। আপনারা যে চিকিৎসা পান না, এটা সত্য। এর জন্য দায়ী সরকারের লোকজন। সরকার ভালো মতো তদারকি করতে পারেনি।

ইত্তেফাক/এনএন
 
unib