বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

আবাসিক হোটেল থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধির মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৫

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার সংলগ্ন ‘নিউ রূপসী চাঁদপুর’ আবাসিক হোটেল থেকে মো. রুবেল হাসান রাফি (২৮) নামে ওষুধ কোম্পানির প্রতিনিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ওই বাজার সংলগ্ন পুরাতন পৌর মার্কেটের দ্বিতীয় তলায় হোটেলের ৯ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত তার মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক পরিচয়ে রবিউল ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেলের ৯ নম্বর কক্ষ ভাড়া নেয়। তবে সেখানে তার প্রকৃত পরিচয় গোপন রাখে। হোটেলে তার নাম পরিচয় দেন মোহাম্মদ আরিফুল হক (২৭)। পিতা শাহজালাল। ঠিকানা নোয়াখালী জেলার চাটখিল থানার কাচারি বাজার। মূলত তার নাম মো. রুবেল হাসান রাফি (২৮)। পিতা আবু বক্কর। ঠিকানা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রাম।

পুলিশ জানায়, দুপুরে ওই হোটেল কর্তৃপক্ষ ওই ব্যাক্তির ঝুলন্ত মরদেহ দেখে থানায় সংবাদ দেয়ে। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রুবেল গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এখন পর্যন্ত ওই ব্যাক্তির স্বজনরা থানায় আসেনি। ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএইচপি
 
unib