সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

এস আলমের শ্যালক আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩০

গাজীপুরের আরমান্ডা স্পিনিং মিলসের মালিক, কমার্স ব্যাংকের পরিচালক ও এস আলমের শ্যালক মোহাম্মদ আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপ-সহকারী পরিচালক ফয়েজ আহমেদ নিষেধাজ্ঞার আবেদন করেন। এতে বলা হয়েছে, আরমান্ডা স্পিনিং মিলসের মালিক, কমার্স ব্যাংকের পরিচালক ও এস আলমের শ্যালক মো. আরশেদ লুট করে কয়েক হাজার কোটি টাকা তার হেফাজতে রেখেছিলো। সেই টাকা স্থানান্তর করে তার স্ত্রী জেসমিন আরশেদের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন অপরাধের সঙ্গে সম্পৃক্ত। 

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দুদকের আবেদনে বলা হয়েছে, মো. আরশেদ দেশ ছেড়ে বিদেশ পালাতে পারেন। সে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ধ্বংসসহ অনুসন্ধানকাজে বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib