শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

গাজায় ইসরায়েলি হামলায় নিহত দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪

ইসরায়েলি হামালায় হতাহত ফিলিস্তিনিদের নতুন তালিকা প্রকাশ করেছে উপত্যকাটির কর্তপক্ষ। সোমবার (৩ ফেব্রুয়ারি) নিখোঁজদের অর্ন্তভুক্তির পর নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০৯ জনে।

গাজার প্রধান তথ্য কর্মকর্তা সালামা মারুফ জানান, নিহত ফিলিস্তিনিদের ৭৬ শাতাংশের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া অন্তত ১৪ হাজার ২২২ জনের মরদেহ এখনো ধ্বংসস্তুপের মাঝে আটকা পড়ে আছে। যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

গাজার আল-শিফা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নিহতদের মধ্যে অন্তত ১৭ হাজার ৮৮১ জন শিশু রয়েছে।

এছাড়া যুদ্ধ চলাকালে ২০ লাখ গাজাবাসীকে বিভিন্ন সমস্যার মধ্যেই ২৫ বারের বেশি স্থান পরিবর্তন করতে হয়েছে। পাশাপাশি আহত হয়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন ফিলিস্তিনি।

দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গত মাসের ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে তিন ধাপের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর থেকে চুক্তি অনুযায়ী কয়েক দফায় বন্দি বিনিময় করেছে উভয় পক্ষ।

যুদ্ধবিরতির মাঝে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরছেন। বিশেষভাবে দক্ষিণ গাজা থেকে লাখো ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে ফিরে গেছেন।

ইত্তেফাক/এসকে
 
unib