শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগালো ছাত্রদল 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগিয়েছে হাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) হাবিপ্রবি ছাত্রদলের একদল কর্মী এই কর্মসূচি বাস্তবায়ন করে। এ সময় তারা ক্যাম্পাসে স্থাপিত বিভিন্ন ডাস্টবিনগুলোতে শেখ হাসিনার ছবি লাগিয়ে দেন।

কর্মসূচিতে উপস্থিত হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল ইসলাম ইমন বলেন, আমরা লক্ষ্য করেছি, শেখ হাসিনার ছবি ডাস্টবিনে রাখার ঘটনায় তথাকথিত সুশীল নাগরিকরা নমনীয়তা দেখাচ্ছেন এবং সমালোচনা করছেন। আমরা সেই সমালোচনার বিপক্ষে অবস্থান নিয়েছি। শেখ হাসিনা গত ১৭ বছরে মাফিয়া চক্রের মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে ফ্যাসিজম কায়েম করেছেন। তিনি হাজারো ছাত্রজনতাকে খুন করেছেন। তার প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। তাই আমরা পুরো ক্যাম্পাসের ডাস্টবিনে তার ছবি সংযুক্ত করেছি।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমএএস
 
unib