সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর রিমান্ড, আদালতে ডিম নিক্ষেপ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ও জামায়াত নেতা আব্দুর জাব্বার হত্যা মামলায় মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

গতকাল সোমবার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এ আদেশ দেন। একইসঙ্গে ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেনের তিন দিন ও অপর এক মামলায় তার ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, অ্যাড. কামরুল হসান, মারুফ আহম্মেদ বিজন এবং মোখলেছুর রহমান স্বপন উপস্থিত ছিলেন। সেইসঙ্গে আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাড. খন্দকার আব্দুল মতিন, একেএম শফিকুল আলম, ইব্রাহিম শাহীন।

এদিকে গতকাল দুপুরে আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও বিএনপির কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

ইত্তেফাক/এমএএম