সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বাসায় ফিরলেন সাবিনা ইয়াসমিন 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯

দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতার সঙ্গে লড়াই করছেন গানের পাখি সাবিনা ইয়াসমিন। প্রায় দেড় যুগ আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরেও উঠেছিলেন সেবার। কিন্তু ব্যাধি তাকে ছাড়ছে না। কিছুদিন আগে ফের ক্যানসার হানা দেয় শিল্পীর শরীরে।

মাঝে অনেকদিন ধরেই ছিলেন বিদেশে, চিকিৎসাধীন। অসুস্থতার কারণেই ২০২৪ সালজুড়ে বিরতিতে ছিলেন। যদিও অসুস্থতা, চিকিৎসা-সবই বাক্তিগত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই শিল্পী। ৩১ জানুয়ারি নিয়ে আয়োজন করা হয় একক সংগীতানুষ্ঠান ‘আমি আছি থাকব’।

যথাসময়ে মঞ্চে মাজির হয়ে সোয়া এক ঘণ্টার মতো গান গেয়েছেন, তারপর অসুস্থ বোধ করেন এ কিংবদন্তি শিল্পী। ভার্টিগো সমস্যার কারণে ভারসাম্য হারিয়ে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চেকআপ শেষে চিকিৎসক তাকে বাসায় যাওয়ার পরামর্শ দেন। এরই মধ্যে সাবিনা ইয়াসমিনের অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে।

তার সহযোগী সংগীতশিল্পী আহাগীর সাইদ বলেন, ‘তার অবস্থা এখন অনেক ভালো। কোনো সমস্যা নেই। চিকিৎসক জানিয়েছেন, এখন তিনি বাসায় যেতে পারবেন।’ এদিকে ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি অনুষ্ঠানে গাওয়ার কথা রয়েছে সাবিনার। তবে শিল্পীর মেয়ে বাঁধন বলেন, ‘চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে গাইবেন না তিনি। এখন কনসার্ট নিয়ে ভাবছি না। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন। কনসার্টের বিষয়ে পরে ভাবা যাবে।

ইত্তেফাক/এএম
 
unib